| ১১ নভেম্বর ২০১৮ | ৬:৫২ অপরাহ্ণ
news-image
একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের মধ্যে ৮ টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।
রবিবার (১১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। চিঠিতে ধানের শীষ প্রতীকে নির্বাচনে আগ্রহী দলের তালিকা রয়েছে।
বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দফতরে ওই চিঠি পৌঁছায়।
বিএনপি ছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাওয়া অন্য দলগুলো হলো, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ।
এর আগে নির্বাচন কমিশন জোটের শরীকরা কোন প্রতীকে নির্বাচন করতে চায় জানতে চেয়ে আজকের মধ্যে তালিকা চেয়েছিল। সে মতে আজ এ তালিকা ইসিতে প্রেরণ করে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট।
এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ রবিবার নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবে। এক্ষেত্রে তারা দলীয় প্রতীক গামছা অথবা ঐক্যফ্রন্ট মনোনীত প্রতীক ব্যবহার করবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |