| ০৮ অক্টোবর ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ
লাখো শহীদের রক্তের বিনিময়ে,
হয়েছিল স্বাধীন এই বাংলা।
সোনার দেশ আজ জারজ দ্বারা,
হয়ে গেছে জংলা।
লোলুপ দৃষ্টিতে নারীদের পানে,
হাত বাড়ায় মানুষরুপী জানোয়ারের দল।
তাদের আক্রোশে নারীরা হচ্ছে ধর্ষিতা,
গড়িয়ে পড়ছে নারীদের চোখের জল।
ধর্ষকেরা নারী নিয়ে করে কাড়াকাড়ি,
শিশু-কিশোরী বৃদ্ধা যাকেই পায়,
দিব্যি বলি হচ্ছে নারী-
চলছে ধর্ষকের বাড়াবাড়ি।
মাঠে-ঘাটে চলার পথে-
সাধুরাও সুযোগ খোঁজে,
যেন পাছে কেউ না বোঝে।
ভদ্রবেশে এই সমাজে যারা ফায়দা লুটে,
তাদের মাঝেও অনেক আছে-
নারীর গন্ধ খুঁজে।
সকাল সন্ধ্যা খবর আসে,
নোনা জলে বুক ভাসে।
হয়ে চলছে কেবল ধর্ষণ আর ধর্ষণ !
ধর্ষকগুলি দেখেনা মা-বোন,
চোখেমুখে তাদের কেবল নারীর প্রতি আকর্ষণ।
তিন মাসের শিশুও ধর্ষকের মন কাড়ে,
সত্তরের বৃদ্ধাতেও তাদের মন ভরে।
কারণ তারা যে নারী–
ধর্ষিতারা যতই করুক আহাজারি,
ছাড় নেই প্রাণ গেলে যাক,
তবুও ধর্ষকের আনন্দ হউক ভারি।
এই সমাজে নারীদের নেয় নিরাপত্তা,
নরপশুরা উপচে পড়ে প্রয়োজনে করে হত্যা।
শাস্তি চাই ধর্ষকের কঠিন পাথার শাস্তি,
নারী নিয়ে খেলা বন্ধ হোক
বন্ধ হোক ধর্ষকের মাস্তি।