• শিরোনাম


    ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে কাতাররের প্রেসিডেন্ট মসজিদের ইমামের শুভেচ্ছা।

    | ২৪ মার্চ ২০১৯ | ৪:০৬ অপরাহ্ণ

    ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে কাতাররের প্রেসিডেন্ট মসজিদের ইমামের শুভেচ্ছা।

    বায়তুল মোকাররম থেকে বিদআত উৎখাতের ঘোষনা দেওয়ায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন, কাতার রাজ প্রাসাদ মসজিদের ইমাম, বিশ্বজয়ী হাফেজ ও ডেইলি ইসলামের সহ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

    তিনি বলেন, শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় কে। এবার বায়তুল মোকাররাম থেকে বিদ্আত উৎখাত হবে ইনশা-আল্লাহ!



    মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ আব্দুল্লাহ ক্বওমী মাদরাসার গর্বিত সুসন্তান।

    আল্লামা শামসুল হক্ব ফরিদপুরী রঃ এর সুহবাতপ্রাপ্ত শাগরেদ।

    দেশের সুপরিচিত ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার ছাত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ।

    তিনি বলেছেন দেশের পবিত্র জায়গা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বায়তুল মোকাররাম থেকে মিলাদ ক্বিয়াম নামক বিদাত কুসংস্কার উৎখাত করে দিতে হবে। কারণ মিলাদ ক্বিয়াম শরীয়তে নেই। সাহাবা আজমাঈন করেন নাই ,তাবী তবে তাবী ও আইম্মায়ে মুজতাহিদীন করেন নাই তাই তা বিদআত। এই বিদ্আত নামক বিষ পবিত্র জায়গা বায়তুল মোকাররামে করতে দেওয়া হবেনা হবেনা । ইনশা-আল্লাহ।

    সম্প্রতি ধর্মপ্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর এমন বক্তব্যে প্রশংসায় ভাসছেন দেশে বিদেশে। তার এই পদক্ষেপকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়েছে অনেকেই। যদিও মাজারপন্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ অমূলক কথা ছড়াচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম