| ০৮ জানুয়ারি ২০১৯ | ৪:৫২ পূর্বাহ্ণ
মুহিব খান
….
টিকা-ভিটামিন পৌঁছায় যারা বাড়ি বাড়ি;
তারা যদি ভাবে- ‘বৃথা চেম্বারে ডাক্তারি!’
বৃথা মেডিকেল ভার্সিটি আর বিজ্ঞানি।
স্বাস্থ্যসেবায় আমরাই সেরা, সব জানি।
….
কারিগর টানে বাড়িঘরে বিদ্যুতের তার।
তারা যদি ভাবে-‘প্রকৌশলির কী দরকার!’
বৃথা বিদ্যুৎকেন্দ্রে হাজার কোটি টাকা।
বিদ্যুৎকাজ আমরাই পারি, বড় পাকা!’
….
এরকম কিছু ‘আহমক্ব’ আছে সবখানে।
ছ’ লাইন শিখেই মনে করে যেন সব জানে!
ভাবে-‘ওলামারা বৃথা মাহফিলে, মাদরাসায়।
দলবেঁধে কেন ঘুরছে না পাড়া-মহল্লায়!’
….
‘নবীওয়ালা কাজ’ বলে চিনে শুধু নিজেরটাই।
ইলম, জিহাদ, ইজতিহাদের খবর নাই।
ঝোল খেয়ে ভাবে- ‘বড় মজা! গোশত কী দরকার!’
আরে বে-ওকুফ! ‘দ্বীন’ বাঁচলে তো ‘দাওয়াত’ তার!
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |