রিপোর্ট: এস.এম অলিউল্লাহ, নবীনগর প্রতিনিধি | ১৮ জুলাই ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ
জাতীয় স্বনামধন্য,অন্যতম সর্বাধিক প্রচলিত দৈনিক পত্রিকা,বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক সমাজের পথিকৃৎ শ্যামল দত্ত এর সম্পাদনায় “দৈনিক ভোরের কাগজ”পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন নবীনগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি,অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী,বিনয়ী,ভদ্র ও সদাহাসোজ্জল এম কে জসিম উদ্দীন।
গত বুধবার বিকেলে তিনি এই নিয়োগ কার্ড হাতে পেয়েছেন।
এর আগে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নবীনগর প্রতিনিধির দায়িত্ব সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দেড় যুগেরও বেশি সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
দৈনিক ভোরের কাগজ পত্রিকার নিয়োগ পেয়ে তিনি বলেন,”অনেক চ্যালেঞ্জ ও যাচাই-বাছাই করে কয়েকজন গুণী কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় কর্তৃপক্ষ আমাকে নিয়োগ দেওয়ায় আমি তাদের কাছে কৃতজ্ঞ।
দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব পূর্বের ন্যায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি”