| ২২ অক্টোবর ২০১৮ | ৫:৩১ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রবিবার (২১ অক্টোবর ) বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, যদিও দেশে নির্বাচন হবে কি-না সে বিষয়ে সন্দেহ আছে। তবেসুষ্ঠু নির্বাচন হলে আ’ লীগ ১০ আসনও পাবে না। বর্তমানে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব নীতি চলছে। মানুষ নিজের ইচ্ছামতো সিল মারতে পারছে না। জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ এক হাজার বছর ক্ষমতায় থাকুক; কিন্তু ভোট ছাড়া একদিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমার জীবনে কোনো প্রেম ছিল না। বঙ্গবন্ধুই আমার প্রেম, দেশই আমার প্রেম। বর্তমানে দেশের সবাই আওয়ামী লীগ। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর আমি ছাড়া কোনো আওয়ামী লীগ তার পাশে ছিল না।
তিনি আরো বলেন, ১০ বছর ধরে আমি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। বর্তমানে একটি ঐক্যের প্লাটফর্ম তৈরী হলেও নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। তাই বাপ-বেটা-শ্বশুরকে বের করে দিয়েছে
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |