| ২৫ আগস্ট ২০১৮ | ১০:৫৭ অপরাহ্ণ
কারাবন্দি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে খালেদা জিয়া দেশবাসীকে এ আহ্বান জানান। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান। আজ শনিবার (২৫ আগস্ট) বিকাল পাঁচটার দিকে রাজধানীর পুরনো ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে আজ শনিবার বিকাল চারটায় কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল। সাংবাদিকদের তিনি বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। আজকে (শনিবার) ম্যাডামের পিএসকে জানানো হয়েছে এবং বলা হয়েছে, আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো। আমি চারটার সময় এসেছি। ’
বিএনপির মহাসচিব জানান, কারাবন্দি খালেদা জিয়া শারীরিক দিক দিয়ে অসুস্থ আছেন। তিনি বলেন, ‘চেয়ারপারসন বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে। আমরা আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন সবার কাছে দোয়া চেয়েছেন। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এক প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব জানান, তার শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তার চেয়ে ভালো নেই। ’ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশনেত্রী সবার মনোবল ধরে রাখতে বলেছেন। দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, দোয়া করতে বলেছেন, সজাগ থাকতে বলেছেন। গণতন্ত্রের জন্য জনগণ যেন ঐক্যবদ্ধ হয়। ’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই কারাগারে যান। বিকাল পাঁচটার কিছু আগে তিনি কারাগার বেরিয়ে আসেন। বিশ্লেষকরা বলছেন- আগামী সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী, বৃহত্তর রাজনৈতিক জোট গঠন ও নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |