| ১৩ মে ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ
সন্দেহভাজন জঙ্গী সদস্য সনাক্তকরণের (রেডিক্যাল ইন্ডিকেটর) নিয়ামকসমূহ নামে হেড লাইন দিয়ে একটি পোষ্টার আজ প্রচারিত হয়েছে। সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠনের নামে প্রকাশ করা হয়েছে।
সেই পোষ্টারে সন্দেহভাজন জঙ্গীদের জন্য কিছু লক্ষণের কথা বলা হয়েছে। যে লক্ষণগুলি দেখলে তাকে জঙ্গী হিসেবে সন্দেহ করা হবে। সেই সন্দেহের মধ্যে ইসলামের আবশ্যক পালনীয় দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পড়া সহ বেশ কিছু লক্ষণকে জঙ্গী লক্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।
জানা যায়, ধর্ম নিরপেক্ষতার শ্লোগানকে ধারণ করে গত বছরের জুলাই মাসে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এর আহবায়ক পীযূষ বন্দোপাধ্যায়।
শতকরা ৯২% মুসলমানের দেশে আমাদের নবী হযরত মোহাম্মদ সাঃ এর সুন্নাত কে নিয়ে বেয়াদবী করার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। এটা কোনভাবেই মানা যায়না। এই বেয়াদবীর চরম শাস্তি চাই।
আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, যেভাবে আছেন সেইভাবে থাকেন, কিন্তু ইসলামের বিষয় নিয়ে, রাসুল সাঃ এর সুন্নাত নিয়ে কোন বাজে মন্তব্য করলে, কোন কটুক্তি করলে, কোন ভূল ব্যাখ্যা করলে বাংলার মুসলমান আপনার জিহ্বা টেনে ছিড়ে ফেলবে।
তৌহিদী জনতা স্লোগান তুলুন।