রাহুল পারভেজ, দাম্মাম থেকে | ০৬ এপ্রিল ২০১৯ | ৭:৫৪ অপরাহ্ণ
নাম.. উবাইদুর রহমান(নোয়াব আলি)
পিতা::মৃত্য সামসুল হক (সামাদ)
গ্রাম:: গৌরিপুর
পোস্ট :: কুটি ইউনিয়ন
থানা:: কসবা
জেলা::ব্রাহ্মণ বাড়িয়া,
ভাগ্যের তাগিদে ২০বছর আগে সোদিতে আসেন, প্রবাস জীবন কখনোই সুখকর হয় না। তবু মানুষ প্রবাসী হয়। পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখার আশায়, এদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এরা পাড়ি জমায় প্রবাস নামের যন্ত্রণায়। নানামুখী কারণে প্রবাসী হওয়া এসকল মানুষগুলোর কাঁধে একটি নয় দু’টি নয় গোটা পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব থাকে। যে দায়িত্বের কথা চিন্তা করে এরা ভুলে যায় নিজের স্বপ্নকে। দেশে রেখে আসা পরিবারের সদস্যদের স্বপৃন পূরণকে একমাত্র লক্ষ্য হিসেবে স্থীর করে এরা প্রতিনিয়ত সহ্য করে যায় অসহনীয় কষ্ট।এমন অসংখ্য প্রবাসি রয়েছে পুরো পৃথিবীতে। তাদের মধ্যে তিনি একজন!
য়
দীর্ঘ ৪/৫ মাস আগে অসুস্থ হয়ে দাম্মাম জুবাইল আল মোনা হাসপাতালে ভর্তি হয়,
তখন তার চিকিৎসা সেবা ইন্সুরেন্স বহন করলেও পরবর্তীতে তার আকামা মেয়াদ শেষ হওয়াই ইন্সুরেন্স আর বহন করেননি,
তার গলার কণ্ট নালি কেটে ফেলেছে, গলা দিয়ে কিছু খেতে পারেনা,এবং কথা বলতে পারেনা, পেটে,র নিচে এতটা ছিদ্র করা আছে-যা দিয়ে শুদু বর্তমানে তাকে তরল পানি জাতিয় খাবার দেয়া হয়, প্রবাসে তেমন কেহ না থাকায়- সে বর্তমানে দাম্মাম দাল্লা-সানাইয়াতে একটি বাসায় মৃত্যর পহড় গুনছে, এমন মুর্হতে তিনি দেশে যেতে চাচছেন।তিনি রিয়াদ বাংলাদেশ দূর্তাবাস কাছে সাহায্য চেয়েছেন,তিনি দেশে যেতে চান, দেশের মাটিতে মৃত্য বরন করতে চান, তার পরিবার কে শেষ একটি বার দেখতে চান,এই কথা গুলো মুখে না বলতে পারলেও চোখঁ এর পানি আর ইশারায় বুঝিয়েছেন। মহামান্য রাষ্ট্রদুত এর কাছে তিনি আকুল আবেদন জানিয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |