এস.এম. শাহনূর, সাহিত্য বিষয়ক সম্পাদক : আওয়ার কণ্ঠ | ০৬ আগস্ট ২০২১ | ৯:২৭ অপরাহ্ণ
অভিনন্দন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ বিজয়ী বাংলার টাইগারদের। প্রথমবারের মতো ক্রিকেটের পরাশক্তি অষ্ট্রেলিয়ার সাথে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামা। তাও দলের সেরা তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুসফিকুর রহিম ও লিটন দাশকে ছাড়াই।।
তরুণ ক্রিকেটারের মাঝে অধিনায়ক মাহমুদুল্লাহ্ ও শাকিব আল হাসান এর সাহস অনুপ্রেরনায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ পরপর জিতে অসাধারণ সিরিজ জয়। মুক্ত কন্ঠে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।
আজকের খেলার শেষের দিকে দোদূল্যমানতায় দাঁড়িয়ে উনিশতম ওভারে মুস্তাফিজ এর ছয় বলে মাত্র এক রান দেয়া টি-টুয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য। পাশাপাশি শরীফুল মেহেদী নাসুমদের ভুমিকা অসাধারণ। ব্যাটিংএ অবশ্য সেই পরীক্ষিত মাহমুদুল্লাহ্ ও শাকিবেই উদ্ধার।
পরপর তিন ম্যাচেই দুই ওপেনারের ধারাবাহিক ব্যার্থতা নিয়ে ভাবার অবকাশ আছে। এছাড়া আর সব যথাযথ মনে করছি।
বাংলার ক্রিকেট প্রেমিরা আশা করে ৫-০ তে সিরিজ জিতবে বাংলাদেশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |