এম এ মাজেদ, স্টাফ রিপোর্টার | ১৪ মার্চ ২০২০ | ৯:৫৩ অপরাহ্ণ
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে করোনা বিষয়ক করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার সকালে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।
সোসাইটির সভাপতি ব্যাংকার নবীউলহক খানসাবের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডাঃ কাজী ইস্রাফিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. কবির হোসেন, ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম শরীফ ভূঞা, সাধারন সম্পাদক কাজী ইফতেখার।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম ক্লাইভ, মোঃ সেলিম, সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফ উল্যাহ প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ করোনা বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে করোনা সচেতনতা বিষয়ক লিফলেট বিতরন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |