বার্তাপ্রেরক: মুফতী মোহাম্মদ এনামুল হাসান | ০৩ জুলাই ২০১৯ | ৯:৪৩ অপরাহ্ণ
আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা দাওরায়ে হাদীস (মাস্টার্স)এ কৃতিত্বের সাথে সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীদের ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশ এর আমীর হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী আজ বুধবার এক বিবৃতিতে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
বিবৃতিতে হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন তোমাদেরকে ই আগামীদিনের উজ্জ্বল সম্ভাবনাময় সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। বর্তমান অসুস্থ ও রুগ্ন সমাজব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে প্রতিষ্ঠা করতে হবে ন্যায়, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা।
তিনি আরও বলেন সর্বত্র ই আজ ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় ইসলাম বিরুধী অপশক্তির করাল গ্রাস থেকে উম্মতের ঈমান আক্বিদাহ হেফাজত করা কঠিন হয়ে পড়বে। তোমাদের অর্জিত জ্ঞানের ভান্ডার থেকে দেশ, জাতির কল্যাণে ও উম্মতের ঈমান আক্বিদাহ, ইসলামী তাহযিব তামাদ্দুন রক্ষায় বীরদর্পে নেতৃত্বের আসনে এগিয়ে আসতে হবে।