• শিরোনাম


    দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ,পাশের হার ৭৩.৩৪ শতাংশ

    গাজী আশ্রাফ আজহার | ০৫ জুলাই ২০১৮ | ২:২৭ অপরাহ্ণ

    দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ,পাশের হার ৭৩.৩৪ শতাংশ

    আজ বেলা ১১ টায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ করা হয় ৷ এবার গড় হিসেবে পাশের হার ৭৩.৩৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৬.০০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৬৬.৮৩ শতাংশ।

    এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষায় সম্মিলিত ৬ বোর্ড থেকে অংশ নিয়েছিল ২০ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২।



    পুরুষদের মধ্যে মুমতাজ পেয়েছে ৭১৫ জন শিক্ষার্থী। জায়্যিদ জিদ্দান ৩৫০৭ জন, জায়্যিদ ৫৫৮৬, মকবুল ৪৭২৬,পরীক্ষায় উত্তীর্ণ হয়নি ৪৮৮৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৩১ জন,আর ৩৮৩ জনের পরীক্ষা স্থগিত ছিল ৷

    পুরুষদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন,তাঁরা হলেন, বগুড়ার জামিল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ শামসুল হক ও রাজধানীর জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার খলিল আহমদ নাদিম ৷

    দ্বিতীয় স্থান অধিকার করেছেন,জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মুহাম্মদ খুবাইব রাজি।

    যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছন জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাম্মদ আয়াতুল্লাহ এবং জামিয়াতুল উলূমুল ইসলাম মোহাম্মদপুর ঢাকার জিহাদুল ইসলাম।

    নারী শিক্ষার্থীদের মধ্যে এবছর মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন মাহমুদিয়া মহিলা মাদরাসা ডেমরা ঢাকার মুনজিয়া ইসলাম।

    ২য় স্থান অধিকার করেছেন আয়েশা সিদ্দিকা দত্তপাড়া নরসিংদীর শামিমা আক্তার।

    যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন ৩ জন ছাত্রী। তারা হলেন, আল হুদা মহিলা মাদরাসা চট্টগ্রামের রাহমা, আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, ঢালকা নগর ঢাকার হাফসা সুলতানা এবং একই মাদরাসার শিক্ষার্থী ফাহিমা মোসাররাত।

    ফলাফল ঘোষণা করেন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।

    এসময় উস্থিত ছিলেন বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস,বেফাক সহ-সভাপতি মুফতী ফয়জুল্লাহ, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইসমাইল বরিশালী, মুফতী আবুল কালাম, মুফতি মুহাম্মাদ আলী, মুফতি ইনআমুল হক প্রমুখ।

    সারাদেশে মোট ৩২২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়,তন্মধ্যে ১৭২ টি ছাত্রদের ও ১৫০টি ছাত্রীদের কেন্দ্রে৷

    সর্বমোট মাদরাসা সংখ্যা ১০৩৮টি; পুরুষ মাদরাসা ৫৫৪টি, মহিলা মাদরাসা ৪৮৪টি।

    দেশের ৬টি কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ৷

    বোর্ডগুলো হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা , আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম , তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস এবং বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ ৷

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম