মুফতী মোহাম্মদ এনামুল হাসান, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি: | ২২ অক্টোবর ২০২০ | ৫:৩০ অপরাহ্ণ
আজ ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সাবেক চেয়ারম্যান মরহুম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব (র.) এর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য দু‘আ হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যগণ তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করে দু‘আ করেন।
অদ্যকার সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ইনশা-আল্লাহ, এ বারের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ঈসাব্দ; শেষ হবে ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ, বৃহস্পতিবার। সবশেষে মুহতারাম চেয়ারম্যান সাহেবের দু‘আর মাধ্যমে সভার সমাপ্তি হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |