• শিরোনাম


    দক্ষিণ ক্যারিবিয়ান সাগর তীরের কবি আ্যান মারি’র প্রেমের কবিতা

    | ১১ আগস্ট ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ

    দক্ষিণ ক্যারিবিয়ান সাগর তীরের কবি আ্যান মারি’র প্রেমের কবিতা

    দক্ষিণ ক্যারিবিয়ান সাগর তীরের প্রজাতান্ত্রিক রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোর প্রেরণাদায়ী লেখক, কবি, ঔপন্যাসিক ও সাংবাদিক ড. ওমতি অ্যান মারি হংসরাজের কবিতা ইংরেজি থেকে বাংলায় কাব্যিক অনুবাদ করেছেন সমসাময়িক বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক, কবি ও গবেষক এস এম শাহনূর।

    এমনকি তখনো



    আমি তোমাকে ভালোবাসি
    এমনকি যখন
    তুমি আমাকে কাঁদাও
    এমনকি যখন
    তুমি আমাকে দুঃখ দাও
    এমনকি যখন
    চোখের জল আমি লুকাতে পারিনা
    এমনকি যখন
    আমি অহংকারী হই
    এমনকি যখন
    আমি লজ্জা ও দুঃখ পাই
    এমনকি যখন
    তোমার সব কিছুই কলুষিত
    এমনকি যখন
    শেষ বলে কিছুই দেখিনা আর
    আমি তখনও তোমায় ভালোবাসি।

    গোপন

    মনে মনে আমি তোমাকে ভালোবাসি
    লেখার চেয়ে আরো বেশি কিছু বলি
    আমার আত্মা তোমাকে কামনা করে
    তুমি তা এর চেয়েও অনেক বেশি জান।

    কিন্তু আমার কর্মে না প্রকাশ পায়না
    দৃশ্যত ভালোবাসতে পারিনা আমি
    বাস্তব জগত এবং বাস্তব সময়ে
    কিন্তু আমার হৃদয়ে, আমি তা পারি।

    কী এক গোপন রহস্য আমাকে ঘিরে!
    এই রহস্য অনেক বছর ধরে
    তোমার জন্য আকুল পারা
    তুমি ভালো আছ এতেই আমি সুখি।

    আমার আত্মা তোমাতে নৃত্যরত
    স্বপ্নেও তোমাকে কাছে রাখি
    আমার সব ইচ্ছা তোমাতে পূর্ণ হয়
    গোপনে হয় সকল আবেগ বিনিময়।

    তুমি অহর্নিশ বিরাজিত এ মনে
    আমার সকল কর্মে
    এবং আমি যা কিছু করি
    তুমি সর্বত্র আমার সাথেই আছো।

    আমি যখন চোখ বন্ধ করি
    তোমাকে কাছে অনুভব করি
    মন ছুটে যায় হেথায় সেথায়
    তবু শুধু তোমাকেই খুঁজে পায়।

    আমার স্বপ্ন ও কল্পনায়
    আমরা বাস্তব অতি বাস্তব
    কিন্তু বাস্তব জগতে
    আমার অনুভব লুকিয়ে রাখি।

    আমি জানি তোমার অনুভবে আমিও সমান
    আমার প্রতি আগ্রাসী প্রণয়ী হও
    আমি এমনটি বলছিনা তোমায়
    তবে তোমার অনুভব লুকিয়ে রাখব আমি।

    তোমাকে রক্ষা করার জন্য এ লুকোচুরি খেলা
    কোনো সমস্যার সৃষ্টি চাই না আমি
    এখনো  না, কখনো না
    এই গোপনীয়তা ধরে রাখবে প্রেম লিলা
    বর্তমান এবং সারাজীবন।

    ABOUT THE AUTHOR:

    Omatee Ann-Marie Hansraj is a female Novelist of the year awardee and World Record Holder.

    She also received an Honorary Degree of Doctor of Philosophy and many other recognition, certificates, and awards Internationally for her literary passion as a Motivational Author/Poet/Novelist/Editor, and Journalist.

    The author is driven by the Nobel thoughts:

    “NEVER GIVE UP ON YOUR DREAMS “and “YOU GOT TO DO WHAT YOU GOT TO”

    She was born in Trinidad and Tobago and came from humble beginnings. Over the years she experienced different careers starting with Teaching/Tutoring then Financial Advisor, Manager, Business Woman, and International Consultant. The author is now living her dream as a Motivational Author/Poet/Novelist/Editor, and Journalist

    Her work is in many Anthologies and all her books of Poetry, Novels and Magazine is available on AMAZON. She is the founder of Wordsmith International Editorial and her magazine is one of Amazon’s Top Pick.

    “NEVER GIVE UP ON YOUR DREAMS “and “YOU GOT TO DO WHAT YOU GOT TO”

    Her style in writing is deep her readers could easily imagine visualize or paint a picture of what is written this is captured not only in her novels but also in her quotes and poetry.

    Her natural unique style has a profound thoughtfulness combined with real-life situations that cover the sweetness and bitterness of life itself as it is.

    There is sadness and human passion for happiness and its tendency of joy and happiness and desire in all aspects possible in its natural way in human grief, sickness, youthfulness, aging, and beautiful expression of love hardship pain, sacrifice, and happiness.

    It covers a wide range of natural and narrative subjects and situations faced in life. Readers could feel her passion and her literary taste in writing through her spontaneous informal deeply thought and deeply felt style in my work. Her style and the method which is used to convey meaning, tone, and emotion in poetry and novels is refreshing.

    With her unique literary style and details to it paints a picture with words this process provides her readers with descriptions of people, places, objects, and events through the use of suitable details from her written words and usage in her style and unique way of expression in her writing owning the right to her independent literary status

    Dr. Omatee Ann Marie Hansraj

    Motivational Author. Poet. Novelist. Journalist. Editor

    Founder: Wordsmith International Editorial

    Annmariewrites.com

    http://www.wordsmithinternationaleditorial.com

    All rights reserved by author 🇧🇩 S M Shahnoor

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মগের মুল্লুক (কবিতা)

    ১১ আগস্ট ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম