• শিরোনাম


    ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে গেল বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল।

    রিপোর্ট: আশরাফুল মামুন | ২৫ এপ্রিল ২০১৯ | ১:১৯ অপরাহ্ণ

    ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে গেল বাংলাদেশের হুইল চেয়ার ক্রিকেট দল।

    আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে অধ্যক্ষ সোপানুল সোপানের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিবন্ধী ক্রিকেট দলটি ভারতে প্রবেশ করে তারা কলকাতায় বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আগামীকাল ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ত্রি দেশীয় ক্রিকেট সিরিজে অংশ গ্রহন করবে। সিরিজকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে গত দুই দিন ধরে অনুশীলন করেছে হুইল চেয়ার ক্রিকেট দল।

    ‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এর সভাপতি ও দলীয় অধিনায়ক হেদায়েতুল আজিজ মুন্না জানান, প্রথমবারের মতো তিন দেশ মিলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন এ সিরিজের আয়োজন করেছে। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট দল গঠন করেছে তারা ত্রি দেশীয় সিরিজ জয়ের জন্য তারা দেশ বাসির কাছে দোয়া ও ভালবাসা চেয়েছেন।



    আগামী ২৯শে এপ্রিল ত্রি দেশীয় সিরিজ শেষে দেশে ফিরবেন তারা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম