| ০৪ মে ২০১৯ | ৫:১৯ পূর্বাহ্ণ
বন্ধু তোমায় ভালোবাসি
প্রানের চেয়েও বেশি
হৃদয় জুড়ে সদাই বাজে
তোমার সুরে বাঁশি।-
ধন্য আমার ছোট্ট জীবন
তোমায় কাছে পেয়ে
উষ্ণ সুখের স্রোত ছুঁয়ে যায়
ভালোবাসার নায়ে।-
তোমায় ভালোবেসে আমি
হতে পারি কবি
আকাশ ক্যানভাসে আঁকতে পারি
মেঘের রংএয়ে ছবি
তোমার চৈত্র-খড়া রোদে
হবো শীতল মেঘ
আকাশ জুড়ে ছড়িয়ে দিবো
রংধনুরই আবেগ।-
তুমি আমার জীবন মরন
তুমি আমার সব বিই
তোমার জন্য হবো আমি
ভোরের আলোর রবী।-
ভালোবাসার আলোয় সব
আঁধার দিবো সরিয়ে
কাছে তোমায় টেনে নিবো
প্রেমের দুহাত বাড়িয়ে।-
বকুল ফুলের মালা গেঁথে
দেবো তোমার গলায়
হৃদয় চাদর বিছিয়ে দিবো
নিত্য হিজল তলায়।
হেথায় বসে দুজন মিলে
শুনবো পাখির গান
মিষ্টি সুরে, ফুলের গন্ধে
জুড়িয়ে নিবো প্রান।
আমার আকাশ জুড়ে শুধুই
তোমার ঘুড়ি উরে
তোমায় ছেড়ে কেমনে বন্ধু
থাকি বলো দুরে।-
যত্নে গড়া প্রেমের এ ঘর
বন্ধু তোমায় নিয়ে
হৃদ বাগিচায় ফুল ফোঁটালে
ভালোবাসা দিয়ে।-
ভালোবাসার ঝর্ণা তুমি
তুমিই সুখের আঁখি
জানের চেয়েও ভালোবাসি
ওগো আমার পাখি..