এম এ.রহিম গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি(সিলেট) | ১০ এপ্রিল ২০২০ | ৯:৩৩ অপরাহ্ণ
১০/৪/২০২০ শুক্রবার, তিনদিন যাবৎ অসুস্থতার পর আজ রাত কিছুটা সুস্থতাবোধ করলে, আবার খাদ্যসহায়তা নিয়ে মানুষের ঘরে ঘরে ছুটেছেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ফারুক আহমেদ।
তিনি আজ সকালে করোনাভাইরাসের পরিস্থিতি আর বাংলাদেশ সরকারের আইনজারি করা এবং এলাকার চলমান পরিস্থিতি দেখে! মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য মানবিক চিন্তা করে উনার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে একটি পোষ্ট করেন।
সেখানে বলা হয়েছিলো মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছেন, রোজগার নেই পরিবার চালাইতে হিমশিম খাচ্ছেন এবং লজ্জায় কারো কাছে বলতে পারছেন না বা ছবি তুলবে বলে ত্রাণের লাইনে দাঁড়াতে চাইছেন না!!
এরকম কোন ব্যক্তি থাকলে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত, যেকোনো দিন আমার নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ঘরে খারার পৌঁছে দিব বা দেয়ার চেষ্টা করিবো।
উনার এই স্টেটাসের প্রেক্ষিতে অনেকেই উনাকে কল দিয়ে সহায়তা চেয়েছিলেন মানুষের ফোন কল পেয়ে
গোয়াইনঘাটের বিভিন্ন জায়গায় মানবিক সহায়তা নিয়ে প্রথম দিনের মত হাজীর হয়েছেন এবং কাউকে ফ্রেম বন্ধী না করে বিতরণ করছেন তিনি।
অবশেষে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন,
হে আল্লাহ আমাকে সুস্থ্য শরীরে মানুষের সেবা করার তাওফিক দান করুণ।