ইসলামী কলামিস্ট মাওঃ শরিফ মুহাম্মদ সাহেবের ফেসবুক থেকে নেয়া। | ০৯ জুলাই ২০১৮ | ৩:১৯ অপরাহ্ণ
তিনি কে?
তিনি এই প্রজন্মের এক পিতা।
গরীব, কোটামুক্ত, সৎ আমতরুণদের পিতা।
লোকাল বাসে চড়া
মোটা চালের ভাত, ফুটপাতে পাঁচ টাকার চা খাওয়া
সরকারী হাসপাতালে চিকিৎসা নেওয়া
লাইনে দাঁড়িয়ে শোভন শ্রেণীর টিকিট কাটা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘাসে ঘাসে বাদাম চিবিয়ে লাঞ্চটাইম পার করে দেওয়া
মানিব্যগহীন পকেট থেকে খুচরো টাকা গুনে বের করা
সাড়ে তিন হাজার টাকার মোবাইলে ১৩ টাকার এমবি কিনে সপ্তাহ পার করা
দুঃখী এবং সুখী কয়েক কোটি দরিদ্র আমতরুণের পিতা।
এসি নাই, প্রাইভেট কার নাই, ঘাড়মোটা আত্মীয় নাই
বাইরে পরার জন্য চকচকে কাপড় নাই
আটশ টাকার চপ্পল কেনার ক্ষমতা নাই
এই সমাজের অভিজাত সুশীল দুনিয়ায় তার জন্য কোনো জায়গা নাই।
অধিকারের কথা বলে তার ছেলেটি এখন বন্দী।
পিতা ঢাকায় এসেছেন সেই ছেলের জন্য চার ফোঁটা চোখের পানি ফেলতে।
এই নির্মম এলিট রাজধানী তার চোখের দিকে চোখ ফেরাবে না।
এই দেশ এখন গরীবের না।
এই দেশ এখন চোখের পানির না।
বন্দী ছেলের জন্য জমিন বেচা বাপের কান্নারত মুখের না।
তিন কোটি আমতরুণের বিত্তহীন পিতার না।
এই দেশে তার চোখদরিয়ার দিকে তাকানোর কারো সময় নাই।
এই দেশে তার চোখ মুছে দেওয়ার কোনো মানুষ নাই।