রিপোর্ট : এস এম অলিউল্লাহ, নবীনগর প্রতিনিধি | ০১ জুন ২০১৯ | ৬:১১ অপরাহ্ণ
তিতাস নদীর মাঝি গ্রুপ ও
কুড়িঘর ডটকম ফেসবুক পেইজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন.
সবার আগে ঈদের সাজে
সাজবে পথ শিশু অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষেরা এই স্লোগানকে সামনে রেখে ‘তিতাস নদীর মাঝি গ্রুপ ও
কুড়িঘর ডটকম ফেসবুক পেইজ এর
যৌথ উদ্যোগে আজ অনুষ্টিত হল
পথশিশু অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ..!!
ইভেন্টের উদ্যোক্তা ছিলেন
তিতাস নদীর মাঝি গ্ৰুপের এডমিন সালাউদ্দিন আহমেদ ও
কুড়িঘর ডটকম ফেসবুক পেইজের এডমিন
মোঃ মাহ্ফুজুর রহমান.
গতকাল ও আজ ৩০ ও ৩১ মে কুড়িঘর সহ
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রয়েন্টে প্রায় ১৮০ জনেরও বেশি পথশিশু অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে ঈদের নতুন পোশাক ও জামা হস্তান্তর করেন
মানব কল্যাণ ঐক্য পরিষদ এর সদস্যদের সহযোগিতায় কুড়িঘর ডটকম ফেসবুক পেইজ ও তিতাস নদীর মাঝি গ্রুপের সদস্যরা
সে সময় উপস্থিত ছিলেন জনাব মনসুর আলী,
জনাব খুরশিদ আলম,
জনাব কামাল হোসেন,
মোঃ সেলিম সারোয়ার,
সাংবাদিক
এস এম অলিউল্লাহ,
মোঃ সাইফুল ইসলাম,
মোঃ রমজান,
মোঃ তারেক,
মাওঃ আব্দুল্লাহ,
নুরুল আমিন,
কুহিনুর আক্তার,
সারমিন,
রুবাইদা হক পপি প্রমুখ
সার্বিক ও আর্থিক সহযোগিতায় প্রবাসীদের মধ্যে ছিলেন।
মোঃ আক্তারুজ্জামান
মোঃ আয়ান আহাম্মেদ
মোঃ আনোয়ার হোসাইন,
মোঃ আরিফ আহাম্মেদ,
মোঃ সহিদুল হক,
মোঃ সাইফুল ইসলাম,
মোঃ সোহাগ,
মোঃ মহিন উদ্দিন,
মোঃ রাসেল খন্দকার
মোঃ আরস মিয়া সহ প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।