| ২৪ অক্টোবর ২০১৮ | ৪:৪২ পূর্বাহ্ণ
বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তাকে নিয়ে আশংকার কিছু নেই। আল মাহমুদ মারা গেছেন এমন গুজবের প্রেক্ষিতে তার পরিবার এ খবর জানিয়েছে। আল মাহমুদের পক্ষে তার প্রধান সচিব কবি আবিদ আজম জানান, গতকাল কবির বড় ভাই মীর মো. ফরহাদ হোসেন (৭০) মারা যান ৷ এতে তিনি কিছুটা ভেঙে পড়েছেন। তিনি নিজেও বার্ধক্যজনিত রোগে ভুগছেন৷ ইবনে সিনা ধানমন্ডি শাখায় তার চিকিৎসা চলছে।
পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আল মাহমুদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জীবদ্দশায় কবির যেন প্রকৃত মূল্যায়ন হয় সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছে তার পরিবার। কবি আল মাহমুদ তার ভক্তদের কাছে দোয়াও কামনা করেছেন বলে জানান আবিদ আজম।