| ২৫ অক্টোবর ২০১৮ | ১০:৪৮ অপরাহ্ণ
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সতর্কতার পর ব্রিটিশ সরকারের কাছে তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জন্য নিরাপত্তাব্যবস্থা বাড়িয়েছে ব্রিটেন।
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের একজন উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার পর লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে চলাফেরার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছিলেন এরদোগান।টেলিফোনে তারেক রহমানের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তুর্কি গোয়েন্দারা বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ নাগরিকদের বিষয়ে একই ধরনের আশঙ্কা করছেন। এমনই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচনের এই সময়ে তৃতীয় কোনো নির্বাচনকালীন অস্থিরতার সুযোগ নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তৃতীয় কোনো পক্ষের এমন অনভিপ্রেত ঘটনায় এসময়ে সরকারও বিব্রতকর অবস্থায় পড়তে পারে।’
এর পরিপ্রেক্ষিতে তারেক রহমান ব্রিটিশ সরকারের কাছে বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে ব্রিটিশ সরকার তারেক রহমানের বাড়তি নিরাপত্তা জোরদার করেছে।’
সূত্র: শীর্ষ খবর
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |