| ২৩ মার্চ ২০১৯ | ১২:৪৭ পূর্বাহ্ণ
পাকিস্তানের শীর্র্ষ আলেমে দ্বীন, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক আল্লামা তাকী উসমানীর উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ক্ষত শুকানোর আগেই আল্লামা ত্বাকী উসমানীর উপর এই বর্বর হামলা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। এটাকে ছোট করে দেখার কোন উপায় নেই। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও আল্লামা ত্বাকী উসমানীসহ পাকিস্তানের শীর্ষ আলেমদের নিরাপত্তা বিধানের জন্য পাক সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। হামলায় নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।