হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০২০ | ১১:৫৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা হাজ্বী মোঃ ফুল মিয়া ফাউন্ডশনের প্রতিষ্টাতা হাজ্বী মোঃ ফুল মিয়া দুবাই প্রবাসি ছেলেদের উদ্যোগে মহামারি Covid-19 সৃষ্ট দুর্যোগে সারাদেশে লগডাউনের কারনে কর্মহীন অসহায় হতদরিদ্র নিন্মবিত্ত ৩০০ পরিবারে মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
বিশিষ্ট ব্যাবসায়ী দুবাই প্রবাসি আতিকুর রহমান শিশু ও তার ভাইদের যৌথ অর্থায়নে চাল,ডাল, তৈল, চিনিসহ ১২ প্রকারের পণ্য টিয়ারা আয়েশা বেগম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ২১ ই এপ্রিল বুধ বার বিকালে এই আয়োজন করা হয়।
টিয়ারা গ্রাম উন্নয়ন পরিষদ সভাপতি আলমঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির খালেদ মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্হিত ছিলেন টিয়ারা হাজ্বী মোঃ ফুল মিয়া ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা হাজ্বী মোঃ ফুল মিয়া।
উদ্ভোধন করেন টিয়ারা আয়েশা বেগম উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ কবির হোসেন আহমেদ।
এতে বক্তব্য রাখেন দৌলতপুর কাসেমুল উলুম মাদ্রার সভাপতি ইন্জিনিয়ার মোঃ এনামুল হক,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ এমদাদুল হক, আশরাফুল হক হাসান, মোঃ সুরুজ মিয়া, মোঃ কামাল পার্ভেজ সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত থেকে বিতরণ কাজে সহযোগিতা করেন।
এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিবপুর দাখিল মাদ্রাসার সহ সুপার হযরত মাও নাজমুল আলম আরিফ।
সার্ভিক তত্বাবধানে ছিলেন টিয়ারা গ্রাম উন্নয়ন পরিষদ।