হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২০ | ১২:৫১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা সরকারী প্রামিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক শিক্ষক মরহুম হাবিবুর রহমাণের স্বরণে মহামারি Covid-19 সৃষ্ট দুর্যোগে সারাদেশে লগডাউনের কারনে কর্মহীন অসহায় নিন্মবিত্ত ৩০০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিশিষ্ট ব্যাবসায়ী ও ঢাকাস্হ টিয়ারা গ্রাম উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক জোনায়েদ হোসেন রুবেলের নিজেস্ব অর্থায়নে টিয়ারা আয়েশা বেগম উচ্চবিদ্যালয় মাঠে ১৬ই এপ্রিল বৃহস্পতিবার বিকালে বিতরন করেন ।
টিয়ারা গ্রাম উন্নয়ন পরিষদ সভাপতি আলমঙ্গীর হোসেন সভাপিত্বে ও সাধারন সম্পাদক আমির খালেদের সঞ্চালনায়, প্রধান অতিথির হিসেবে উপস্হিত ছিলেন বিটঘর ইউপি চেয়ায়ারম্যান হাজ্বী মোঃ আবুল হোসেন।
উদ্ভোধন করেন টিয়ারা আয়েশা বেগম উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ কবির হোসেন আহমেদ।
এতে বক্তব্য রাখেন দৌলতপুর কাসেমুল উলুম মাদ্রার সভাপতি ইন্জিনিয়ার মোঃ এনামুল হক, ঢাকাস্হ টিয়ারা গ্রাম উন্নয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর মুছা, ডাঃ বশির আহমেদ, মোঃ আপন দুলাল, কামাল পার্ভেজ সহ গ্রমের গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্হিত থেকে বিতরন কাজে সহযোগিতা করেন।
এতে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা নাজমুল আলম।