• শিরোনাম


    টাঙ্গাইলে পাষন্ড স্বামীর হাতে গৃহ-বধু খুন।

    রনি সিকদার, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ | ০৬ জুলাই ২০১৮ | ৭:১৪ অপরাহ্ণ

    টাঙ্গাইলে পাষন্ড স্বামীর হাতে গৃহ-বধু খুন।

    আজ শুক্রবার ভোরে উপজেলার গোড়াই ইউনিয়নের গন্দব্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম ঝলমল রানী (৩২)। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছেন। ঘাতক প্রাণ কৃষ্ণ গোড়াই নাসির গ্লাস কোম্পানিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করত বলে জানা গেছে। এই দম্পতির দুই মেয়ে সন্তান রয়েছে বলেও জানা গেছে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নিহতের বোন স্বপ্না ও তার স্বামী রনজিৎ বর্মণের মধ্যে ঝগড়া হয়েছিল।



    উল্লেখ্য যে, ঐ ইউনিয়নের একটি বাড়িতে এই দম্পতি ভাড়া থাকতো, তাদের সঙ্গে নিহত ঝলমল রানীর বোন স্বপ্না রানী ও তার স্বামী রণজিৎ বর্মণও থাকতো। মাঝে মাঝেই স্বপ্না ও তার স্বামী রনজিৎ বর্মণের মধ্যে ঝগড়া হত। গতকালও হয়েছিল, আর তখন হাতাহাতির ঘটনাও ঘটেছিল তাদের মধ্যে। কিন্তু সকাল বেলা স্বপ্না রাণী ঘুম থেকে উঠে দেখতে পান তার স্বামী ঘরে নেই, বোনের রুমের দরজাও খোলা ও বিছানায় বোনের গলাকাটা লাশ। খবর পেয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বোন স্বপ্না জানায়, তার স্বামীর প্ররোচণা ও সহযোগীতায় তার বোন জামাই এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। এ ঘটনার পর পালিয়ে যায় ঘাতক স্বামী প্রাণ কৃষ্ণ। পরে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রণজিৎ বর্মণকে আটক করে পুলিশ।

    এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা দায়ের করার প্রক্রিয়াও চলছে। ঘটনার মূল হোতা নিহতের স্বামী প্রাণ কৃষ্ণকে আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম