টাঙ্গাইল জেলা প্রতিনিধি: | ১৩ মার্চ ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ
মধুপুরে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৩ মার্চ) সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ গোঁপন সংবাদের ভিত্তিতে মধুপুর পৌর এলাকার গোপদ বাজারে অভিযান চালিয়ে আউশনারা গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে ফারুক হায়দার ওরফে রমজান (২৯) কে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড ও নগদ পাঁচ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মোঃ আবুল কাশেম বলেন, র্যাবের এ ধরনের অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |