মুফতি মুহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ১২ মার্চ ২০২০ | ২:৫৫ অপরাহ্ণ
আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করতে তালিবুল এলেমদের এলেম অর্জনে মনোনিবেশ করতে হবে।
জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয় কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা পরিদর্শন করেন দারুলউলুম দেওবন্দ এর সিনিয়র উস্তাদুল হাদিস আল্লামা মুফতী ইউসুফ তা’লুভী।
আজ বৃহস্পতিবার বাদ ফজর তিনি জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়ে আসলে অত্র জামিয়ার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্রবৃন্দ স্বাগত জানান।
পরিদর্শন শেষে মাদ্রাসা মিলনায়তনে তালিবুল ইলমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
আল্লামা মুফতী ইউসুফ তা’লুভী ছাত্রদের উদ্দেশ্যে নসিহতকালে বলেন,এলেম আল্লাহতায়ালার পক্ষ থেকে এক বড় নেয়ামত। যার শুকরিয়া আদায় করা প্রত্যেকের জন্য ওয়াজিব। ভিন্ন ভিন্ন ভাবে শুকরিয়া আদায় করা যেতে পারে।জবান দ্বারা,হাতের দ্বারা,সকল অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা হতে পারে। এলেম লাভের দ্বারা হতে পারে, আমলের দ্বারা হতে পারে। আল্লাহ প্রদত্ত এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে প্রত্যেক তালিবুলইলমদের এলেম অর্জনে মনোনিবেশ করতে হবে।
তিনি আরও বলেন, সময়ের যথাযথ ব্যবহার করতে হবে, যারা সময়ের যথাযথ ব্যবহার করতে পেরেছে তারা ই দামী ও সম্মানিত হয়েছে। সময়ের মূল্য দিলে মানুষ মূল্যবান ও দামী হয়ে যায়।তাই সকল তালিবুলইলমদের সময়ের প্রতি যত্নবান হতে হবে।
নসিহত শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি অগ্রগতির লক্ষ্যে বিশেষ দোয়া করেন আল্লামা মুফতী ইউসুফ তা’লুভী।
এসময় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার শিক্ষাসচিব মুফতী শামসুল হক সরাইলী সহ জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়ের উস্তাদ ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |