• শিরোনাম


    জামিয়া সিদ্দীকিয়া সাভারে নুরানী তালিমুল কুরআন মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

    ডা.এম এ মাজেদ, নিজস্ব প্রতিবেদক | ০৬ জানুয়ারি ২০১৯ | ৫:১৩ অপরাহ্ণ

    জামিয়া সিদ্দীকিয়া সাভারে নুরানী তালিমুল কুরআন মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

    নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত দুই মাস ব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স (আরবী) এর শুভ উদ্বোধন গতকাল (5-1-2019 ইং)জামিয়া সিদ্দীকিয়া (যাদুরচর মাদ্রাসা) যাদুরচর, হেমায়েতপুর, সাভার, ঢাকা এর মসজিদ মিলনায়তনে সকাল আটটায় বিপুল সংখ্যক দেশবরেণ্য আলেমদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

    অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উম্মাহ দরদী আলেমেদ্বীন, “ইত্তিহাদুল উলামা সাভার উপজেলা” এর সংগ্রামী সেক্রেটারি জেনারেল ও “ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া সাভার” (আঞ্চলিক বোর্ড) এর অভিজ্ঞ পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাও. আলী আকবর কাসেমী দা. বা. এর সভাপতিত্বে উদ্বোধনী নসীহত পেশ করেন জামিয়া মদীনাতুল উলূমের সিনিয়র মুহাদ্দিস ও নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর ঢাকা অঞ্চলের জিম্মাদার মুফতী আঃ বারী দা. বা.।



    অনুষ্ঠানে “সবক ইফতিতাহ” ও দোয়া পরিচালনা করেন দেশের ইসলামী অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব, জামিয়া খাতামুন-নাবিয়্যিন সাভার ঢাকা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা আশিকুর রহমান কাসেমী দা. বা.।

    মুয়াল্লিমদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত পেশ করেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলা এর সম্মানিত সভাপতি, রাজাশন মাদ্রাসার মুহতামিম মাও. আ. মান্নান পাটোয়ারি, ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া সাভার এর সভাপতি, ব্যাংক কলোনী মাদ্রাসার মুহতামিম মাও. আবদুল্লাহ, শায়খুল হাদিস মাও. আনোয়ার হোসেন কাসেমী, জামিয়া মদীনাতুল উলূম আমীনবাজারের মুহতামিম, উস্তাযুল আসাতিযা মাও. সলীমুল্লাহ দা. বা.,

    সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইউবী, চান্দুলিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আলী আশরাফ তৈয়ব, বলিয়ারপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আ. রশিদ, খাত্রাপাড়া মাদ্রাসার হাফেজ হাবিবুর রহমান, আনোয়ারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাও. শাহেদ জহিরী, সাভার দারুল আমানের মুহতামিম মাও. নাজমুল হাসান বিন নূরী, চান্দুলিয়া মাদ্রাসার সিনিয়র উস্তায হাফেজ শফিকুল ইসলাম, আমীনবাজার আহসানুল উলূম মাদ্রাসার হাফেজ মাও. আবুল কালাম আজাদ সহ বৃহত্তর সাভার আশুলিয়ার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম