| ২৭ অক্টোবর ২০১৮ | ৪:০৭ অপরাহ্ণ
দলের নেতাদের হেফাজত বিরোধী বক্তব্য দিতে নিষেধ করলেন প্রধানমন্ত্রী”!!
জামায়াতে ইসলামী আর হেফাজতে ইসলাম এক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে যারা প্রশ্রয় দেয় তাদের সঙ্গে আপস করা যাবে না। তবে মনে রাখতে হবে জামায়াত আর হেফাজত এক নয়। জামায়াত স্বাধীনতা বিরোধী, কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী না।
গতকাল (২৬ অক্টোবর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথ সভায় তিনি এব কথা বলেন।
বৈঠক সূত্র আরো জানায়, দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনা আগামী নির্বাচনে মিত্র হিসেবে পাশে রাখার নির্দেশ দিয়ে বলেন, জামায়াত এবং হেফাজতকে এক করে দেখবেন না, বক্তব্যও দেবেন না। মানুষকে বোঝাতে হবে তারা মোটও এক নয়।
বৈঠকে উপস্থিত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৪ দলের নেতাদের বলে দেবেন তারা যেন জামায়াত আর হেফাজতকে এক করে না ফেলেন। হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিতে তাদের নিষেধ করে দেবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |