• শিরোনাম


    জানুয়ারীতে তেল রফতানিকারী দেশগুলোর জোট “ওপেক”থেকে বেরিয়ে যাচ্ছে কাতার।

    | ০৪ ডিসেম্বর ২০১৮ | ৯:৩০ অপরাহ্ণ

    জানুয়ারীতে তেল রফতানিকারী দেশগুলোর জোট “ওপেক”থেকে বেরিয়ে যাচ্ছে কাতার।

    আগামী জানুয়ারি মাসে তেল রফতানিকারী দেশগুলোর জোট ‘অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ’ (ওপেক) থেকে বেরিয়ে যাচ্ছে কাতার।

    সোমবার কাতারের জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী সাদ অল কাবি একথা ঘোষণা দিয়েছেন।



    আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে কাতার। এ দেশের ওপেক ছাড়ার ব্যাপারে সাদ অল কাবি বলেন, ‘আমাদের দেশ আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়াতে চায়। দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে আমরা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

    আল-জাজিরার খবর বলছে, সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ শতাংশ বেড়েছে। তার কারণ মূলত দু’টি। প্রথমত, আমেরিকা ও চীন ঘোষণা দিয়েছে, আগামী ৯০ দিন বাণিজ্যিক যুদ্ধ বন্ধ রাখবে।

    দ্বিতীয়ত, ৬ ডিসেম্বর বৈঠকে বসছে ওপেক। ওপেক জোটভুক্ত দেশ না হয়েও সম্ভবত তাতে থাকবে রাশিয়া। বৈঠকে সম্ভবত তেলের উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত হবে।

    তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য গত অক্টোবর মাস থেকে দাম কমতে কমতে হয়েছে আগের প্রায় এক তৃতীয়াংশ।

    পর্যবেক্ষকদের মতে, ওপেকের বৈঠকে সম্ভবত দৈনিক ১০ থেকে ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত হবে।

    কাতার দৈনিক ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। পশ্চিম এশিয়ার এই ছোট দেশটির সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো নয়। আর ওপেক জোটের দেশগুলোর নেতৃত্বে রয়েছে মূলত সৌদি আরব।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম