• শিরোনাম


    জাতীয় নির্বাচন শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বেই হবে : গণপূর্তমন্ত্রী

    | ০৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫:১৪ পূর্বাহ্ণ

    জাতীয় নির্বাচন শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বেই হবে : গণপূর্তমন্ত্রী

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

    তিনি বলেছেন, প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন বলেই তো জাম্বুরি পার্ক করতে পেরেছি।



    আজ ৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বুরি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মনতব্য করেনে।

    মোশাররফ বলেন, ডিসেম্বরে মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি, নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজ করেছি আগামীতে আবার নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।

    তিনি বলেন, ‘ঢাকাতে উন্নয়ন হয়েছে, চট্টগ্রামে উন্নয়ন হবে। মনসুরাবাদে আমরা ২০ তলা ভবন করবো। সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা চট্টগ্রামে আসবেন, তাদের শতভাগ আবাসনের ব্যবস্থা করবো। বায়েজিদে আরও একটি পার্ক হচ্ছে। সেটি অক্টোবরের মধ্যে করতে পারবো। চট্টগ্রামে আরও কয়েকটি পার্ক করবো। যেখানে থাকবে খেলার মাঠ। প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন বলেই তো জাম্বুরি পার্ক করতে পেরেছি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম