| ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫:০৮ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাগেছে এদিন নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
ব্রিটিশ রাজধানীতে দু’দিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রোববার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা। একই দিনে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তার।
২৯ সেপ্টেম্বর রাতে আবুধাবী হয়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।