এম এ.রহিম রাজ হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি। | ২০ মার্চ ২০২০ | ১:১৯ অপরাহ্ণ
আসসালামু আলাইকুম,
আপনারা অবশ্যই অবগত আছেন যে,
মহামারি করোনাভাইরাস বাংলাদেশেও প্রবেশ করেছে এবং করোনায় আক্রান্তও হয়েছেন অনেকেই!! মৃত্যুভরণ করেছেন একজন বলেও জানা গেছে সংবাদ মাধ্যমে।
করোনাভাইরাস দেশে হানা দেয়ার কারণে বাংলাদেশ সরকার স্কুল মাদ্রাসা, কলেজ অফিস এবং গার্মেন্টস কারখানা গনপরিবহন সহ্ বন্ধ করার নির্দেশ দিয়েছেন,
দেশের মানুষ এখন করোনার আতঙ্কে আতঙ্কিত, কেউ ভয়ে কাজকর্মে বেরোচ্ছেনা! বিপদের ফাদে হিমশিম খেয়ে পড়ে আছে অসহায় দিনমজুর খেটেখাওয়া মানুষ গুলো,
এদিকে করোনাভাইরাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা প্রয়োজনীয় খাবারদ্রব্যেরও দাম বাড়িয়ে দিয়েছেন!
যে পিয়াজ গতকাল বাজার মুল্য ছিলো ৫০টাকা কেজি সে পিয়াজ আজকের বাজার মুল্য ৯০টাকা কেজি এবং আরো বেড়েযাওয়ার আসংখ্যা রয়েছে🤔
যে চাউল বাজার মুল্য ছিলো ২৫টাকা! সেটা আজকের বাজার মুল্য ৩০টাকা,
চাউলের কোয়ালিটি অনুযায়ী প্রতি কেজি ৭/৮টাকা বেশি বৃদ্ধি পেয়েছে এবং আরো বৃদ্ধি পাওয়ার আসংখ্যা রয়েছে,
এরকম মানুষের নিত্য প্রয়োজনীয় পন্য গুলোর দাম বাড়তে থাকলে স্বাধারণ মানুষ করোনাভাইরাসে নয়!বরং তারা না খেয়েই মরে যাবে আর এগুলো কে পরে করোনাভাইরাসে মরেছে বলেও প্রচার হয়ে জেতে পারে,
এদিকে স্কুল মাদ্রাসা কলেজ পর্যটক স্পর্ট বন্ধ করা হলেও বন্ধ হয়নি এনজিও ব্যাংক প্রতিষ্ঠান গুলো
দেশের স্বাধারণ মানুষ যখন করোনায় আতঙ্কিত হয়ে আছেন তখনো বন্ধ হচ্ছেনা এনজিও ব্যাংকের ইন্টারেস্ট বিজনেস,
👉মানুষ যখন খেতে পায়না দুমুঠো ডাইলভাত এদিকে এনজিও কর্মকর্তারা এসে বলেন কিস্তি দাও কিস্তি দাও,
কিস্তি দিতে না পারলে তাদের মুখেও অনেক কথা শুনতে হয় ঋণগ্রস্তদের,
মানুষ এখন নিরুপায় ও অনেক নির্যাতিত।
আমাদের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নেত্রীত্বমুলক ভিডিও ভাষণ রয়েছে, দেশের প্রিয় নেতাদের কাছেও এই ভিডিওটি রয়েছে নিশ্চই?
সেখানে জাতীর বিবেক ও জাতীর নেতা বঙ্গবন্ধু বাংলার মানুষের বন্ধ বলেছেন যে, দেশের মানুষ না খেয়ে মরবে না আমি দেশ ও দেশের মানুষকে অনেক ভালোবাসি, আমি দেশের জন্য আমার তরুণ যৌবন কারাগারে কাটিয়েছি😥,
ঢাকায় আসার পর দেশের মানুষের মুখের দিকে তাকালে আমার কলিজা ফেটে যায়😍,
তখন তিনি আরো বলেন,তোমরা মানুষ হও আদর্শবান হও এখন সময় আছে, চোরাকারবারিদের উদ্দেশ্যে তিনি আরো অনেক দিকনির্দেশনা প্রয়োগ করেন।
আজকের দেশের মানুষের অপকর্মের দিকে তাকালে বড় কষ্ট হয় আমার, কারণ বঙ্গবন্ধুর আদর্শতা আর চলমান বাস্তবতার মধ্যে অনেকটাই অমিল😥
ওরা একটু সুযোগ পেলেই লুটপাট করে খাওয়া শুরু করে দেয়,মানুষের প্রতি আজ মানুষের কোন মায়াদয়া নেই।
তাই আমি দেশের সরকার ও সংশ্লিষ্ট দেশের সকল নেতাদের কে করোনাভাইরাস চলমান অবস্থায় দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য অধিক দামে বিক্রি বন্ধ করা সহ্ সকল প্রকার ঘুষ ও ইন্টারেস্ট বন্ধ করার জন্য আহব্বান জানাই।