• শিরোনাম


    জনসমুদ্রে পরিনত হয়েছে বিএনপির প্রতীকী অনশন রাজধানীর নাট্যমঞ্চে

    | ০৯ জুলাই ২০১৮ | ৯:৪২ অপরাহ্ণ

    জনসমুদ্রে পরিনত হয়েছে বিএনপির প্রতীকী অনশন রাজধানীর নাট্যমঞ্চে

    জে‌লের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, ইত্যাদি স্লোগানে উত্তাল বিএনপির প্রতীকী অনশনস্থল রাজধানীর মহানগর নাট্যমঞ্চ।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই অনশন কর্মসূচি চলছে। অনশনে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে সকাল ৯টার দিকেই এ অনশন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনশনস্থলে বাড়তে থাকে নেতাকর্মীদের ঢল। মহানগর নাট্যমঞ্চ ছেড়ে নেতাকর্মীরা আশপাশে অবস্থান নিয়েছেন। অনেকদিন পর প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ পেয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ফুঁসে উঠেছেন।

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন। সাড়ে ১১টার সময় নেমে আসে হঠাৎ বৃষ্টি। মহানগর নাট্যমঞ্চে অসংখ্য নেতাকর্মী টিপটিপ বৃষ্টিতে দাঁড়িয়ে-বসে আছেন। এসময় কেউ মিছিল নিয়ে আসা ব্যনারটি মাথায় তুলো ধরেন, কারো মাথায় কলাপাতা,কেউ নিচে ছাতার আশ্রয়। অপর দিকে চলছে বক্তৃতা



    এদিকে বিএনপির অনশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। নাট্যমঞ্চের চারিদিকে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব, ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও দেখা গেছে।

    সূত্রঃব্রেকিং নিউজ

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম