কবিঃ শামীমা আক্তার স্নিগ্ধা এর ফেসবুক ওয়াল থেকে নেয়া। | ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪:২৩ পূর্বাহ্ণ
বাপ ভালো তার বেটা ভালো
মা ভালো তার ঝি,
গাই ভালো তার বাছুর ভালো
দুধ ভালো তার ঘি।
কাঁঠাল গাছে কাঁঠাল দেখে
মেখেছি গোঁফ তেলে
কাঁঠাল খাওয়ার স্বপ্ন আজও
মনে পেখম মেলে।
কনের ঘরের মাসী ছিলাম
বরের ছিলাম পিসী
বলতো না কেউ মন্দ আমি
নয় তা মিছেমিছি।
ঘরের খেয়ে খোঁজ রাখিনি
আমার আপন জনের
সবাই বলে মোষ তাড়ালাম
ঐ যে দূরের বনের।
কপাল ছিলো ভাঙ্গা আমার
আমি কপাল পোড়া
সবাই বলে ভাঙ্গা কপাল
তাই লাগে নি জোড়া।
কেউবা আবার শুনলে কথা
উঠতো করে ফোঁস
ঠিক বুঝে,ছি কেনো বলে
নন্দ ঘোষের দোষ।
কোন দিকে যাই কী যে শুনি
স্বপ্ন কী যে আঁকি
এই সময়ে শ্যাম রাখি না
কূলকে বলো রাখি।
বলি তবু শাক দিয়ে কি
যায় কি রে মাছ ঢাকা
আমি বলি মরলে হাতি
দাম কিন্তু লাখ টাকা।
প্রবাদ প্রবচন আছে এই
দেখুন ছড়া পাঠে
খুঁজতে ছড়া ছেড়েই দিলাম
পাঠক নামের হাটে।