| ০৫ জানুয়ারি ২০১৯ | ৫:৩৫ অপরাহ্ণ
মুলতঃ – চুরিকে চাপা দেয়ার জন্যই তার বড় গলার প্রয়োজন হয়।
যখন থেকে চোরের মায়ের বড় গলা প্রবাদটির প্রচলন হয়ে গেছে, তখন থেকে চোরের মায়ের গলার আওয়াজ শুনলেই মানুষ বুঝে নিতে পারে যে- ঘটনা ঘটে গেছে।
নির্বাচন সুষ্ঠ হয়েছে, এটাকে সাব্যস্ত করার জন্য টেলিভিশনের টকশো গুলোতে যে ভাবে বড় গলার ব্যবহার করা হচ্ছে, নির্বাচনকে দুষ্ট প্রমাণ করার জন্য সেসব বড় গলার ব্যবহারই যথেষ্ট।
নির্বাচনের দিন থেকে আজ পর্যন্ত, কোন দলের লোক না হয়ে, নিজে যা দেখেছি, আশেপাশে বা প্রত্যন্ত অঞ্চলের নির্দলীয় যাদের সাথেই কথা হয়েছে কারো কাছ থেকেই নির্বাচনের সুষ্ঠতার ব্যপারে ইতিবাচক কোন মন্তব্য পাইনি।
৩০ লক্ষাধিক শহিদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই মাতৃভূমিতে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধিদের কথাবার্তা শুনে সত্যিই আফসোস হয়, আমিও কেন ৭১ এর আগে জন্ম নিয়ে সেই বীর শহিদদের কাতারে যেতে পারলাম না!
অথবা – তেল মেরে বেঁচে থাকার জন্য বুদ্ধিজীবী হয়ে উঠলাম না!