• শিরোনাম


    চির রোগীর আরোগ্যের কৌশল ভুমিকা শীর্ষক বাহোপ চট্টগ্রাম জেলা শাখার সেমিনার অনুষ্ঠিত।

    ডা.এম এ মাজেদ : | ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ১২:৫৪ অপরাহ্ণ

    চির রোগীর আরোগ্যের কৌশল ভুমিকা শীর্ষক বাহোপ চট্টগ্রাম জেলা শাখার সেমিনার অনুষ্ঠিত।

    গত কাল শুক্রবার বিকাল ৩ টায় চকবাজারস্থ চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে বাহোপ চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা সভাপতি অধ্যাপক ডা.দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে ” চির রোগী আরোগ্যের কৌশল ” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
    বাহোপ কেন্দ্রীয় সভাপতি, মাসিক হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও অধ্যক্ষ ডা, আব্দুল করিম।
    ওনার পক্ষে প্রবন্ধ পাঠ করেন বাহোপ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম।
    সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক হোমিও বোর্ড সদস্য, চট্টগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা, হোমিও চেতনা পএিকার সম্পাদক আলহাজ্ব ডা.সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা ডা.আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহোপ মহানগর সভাপতি ডা.মৃদুল কান্তি দে, জেলা যুগ্ম সম্পাদক ডা,এস এম রবিউল হোসাইন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য উপদেষ্টা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, সাংগঠনিক সম্পাদক ডা.এম এ গনি, ডা, সাকিনা আক্তার লাকি, কোষাধ্যক্ষ ডা,রতন কুমার বনিক।
    অালোচনা আরো উপস্থিত ছিলেন, ডা.কাবেরী দাশ, ডা.ফায়েক এনাম,ডা.যতীন্দ্র নাথ বল্লভ,ডা. অমিতা দেবী, ডা. সুবির দত্ত,ডা. শফিকুল ইসলাম, ডা.এহতেশামুল হুদা, ডা. জামাল উদ্দিন, ডা. মিরাজ উদ্দিন,ডা. একরামুল হক,ডা.আব্দুল হালিম, ডা, ওমর ফারুক, ডা. অনিমা পাল,ডা.মোস্তাফিজুর রহমান, ডা.শিপ্রা মহাজন, ডা. মীর শারমিন আক্তার প্রমুখ।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম