রিপোর্ট: আশরাফুল মামুন, নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল ২০১৯ | ৪:৪৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর চাপুইর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ রাফি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাফি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন ছোট কুড়িপাইকা গ্রামের মোঃ ইমরান মিয়ার ছেলে।
প্রত্যাক্ষদর্ষীরা জানান, গতকাল সোমবার বিকাল ৫ টার সময় সুলতান পুর আখাউড়া সড়কের চিনাইর চাপুইর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া ট্রাক রাফি কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
এসময় ঘাতক ঘাতক ট্রাক টি কে আটক করেছে জনতা।
রাফির মর্মান্তিক মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।