মোঃ বেল্লাল হোসেন নাঈম , প্রতিনিধি চাটখিল উপজেলা নোয়াখালী | ২০ মার্চ ২০২০ | ১:২২ অপরাহ্ণ
জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডির নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভার শাখার ত্রিবার্ষিক সম্মেলন১৯/০৩/২০২০ইং বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জে এস ডির সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জে এস ডির সভাপতি এডভোকেট কাউসার নিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জে এসডির সাধারণ সম্পাদক আমির হোসেন বি এস সি, সহ সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুর রহমান চেয়ারম্যান, গনতন্ত্রী পার্টির নেতা বাবু সমীর চক্রবর্তী প্রমূখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃহাবিবুর রহমানকে সভাপতি ও সহিদ উল্লাহ কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং সার্জেন্ট (অবঃ) দ্বীন মোহাম্মদ কে সভাপতি এবং ফিরোজ আলম কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপজেলা ও পৌরসভার সর্বস্তরের নেতা কর্মী ছাড়া ও জেলার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। সভায় বক্তারা মধ্য রাতের ভোটে নির্বাচিত বর্তমান সৈরাচারী সরকারের রাহুগ্রাস হতে মুক্ত হতে জে এস ডি পতাকা তলে ঐক্য বদ্ধ হতে সকলকে আহ্বান জানান।