মোঃ বেল্লাল হোসেন নাঈম, চাটখিল-সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ | ১৩ মে ২০২০ | ২:৪৩ পূর্বাহ্ণ
করোনা কেড়ে নিচ্ছে পৃথিবীর সকল সুখ, দিন দিন ভারী হচ্ছে পৃথবীর আকাশ বাতাস। করোনা ভাইরাসের পার্দুভাবের কারণে সারা পৃথিবি যখন চলছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিন দিন পৃথিবিতে বেড়ে যাচ্ছে খাবার সংকট।
সারা পৃথিবীর মত আমাদের বাংলাদেশ ও আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে খাবার সংকট। দেশের মানুষ পড়েছে লকডাউনে। লকডাউনের কারণে কাজ করতে পারছেনা খেটে খাওয়া মানুষ গুলো।
তাই খেটে খাওয়া ও অসুবিধার মানুষের কাছে খাবার পৌচে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারি, বেসরকারি, ব্যাক্তি, সামাজিক মানুষ, ধনী ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন গুলো।
নোয়াখালীর চাটখিল উপজেলা
তারই ধারাবাহিকতায় এগিয়ে এলেন দেশবন্ধু গ্রুপের পরিচালক সেলিনা আক্তার রিনা, আবদুল মাবুদ – খোরশেদ আরা ফাউন্ডেশনের সহযোগিতায় সিংবাহুড়া, কড়িহাটি ও সাত্রাপাড়া গ্রামের ২২৩টি পরিবারের মধ্যে ত্রান ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মাওলানা গোলাম গাউস, রেজানুর পাটোয়ারী লিটন, মো: পিংকু ও সামাজিক ব্যাক্তিবর্গ।
সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামে প্রবাসী ও এলাকাবাসী উদ্যোগে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে স্লিপ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের বিতরণ করেন এবং বলে দেওয়া হয় আপনাদের ইচ্ছা মতো দোকান থেকে নির্দিষ্ট অর্থের সামগ্রী ক্রয় করতে পারবেন।
রেজ্জাকপুর গ্রামের শাহাদাত হোসেন বাবু, তানভীর বলেন আমরা ৩০০পরিবারের মাঝে স্লিপ বিতরণ করছি।
বদলকোট হাই স্কুলের ১৯৯৫ সালের পরীক্ষার্থী বন্ধু মহলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো সোনালী মুরগি ১টা, চাউল,আলু, পেঁয়াজ,ডাল, লবণ, সয়াবিন তেল। উপস্থিত ছিলেন বদলকোট ইউনিয়নের চেয়ারম্যান সোলেমান শেখ, ফখরুদ্দিন ফিরোজ, মোশাররফ হোসেন মিন্টু প্রমুখ।
মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
তোফায়েল আহমেদের উদ্যোগে বানসা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,আলু, পেঁয়াজ, খেজুর, সয়াবিন তেল,ডাল, মুড়ি।
আব্দুর রহিম এমরান ও এলাকার কয়েকজনের সহযোগিতা বানসা গ্রামে নগদ অর্থ প্রদান করা হয়।
আব্দুর রহিম বলেন অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে সমাজের সকল বিত্তবানরা তাদের স্বাধ্যমতে এগিয়ে আসা উচিত।