নিজস্ব প্রতিবেদকঃ | ০৭ নভেম্বর ২০২২ | ১২:৪৬ অপরাহ্ণ
অপরাধ সাংবাদিক পরিচয়ধারী তৌহিদুল আলম নামের এক ব্যক্তি আদালত চলাকালে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে ঢুকে যান চট্টগ্রামের একটি আদালতের এজলাসে। ভিডিও ধারণ করা শুরু করেন এজলাসে ডুকেই । বিষয়টি আদালতের নজরে আসলে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে রাখা হয়। সোমবার দুপুরে (৭নভেম্বর) চট্টগ্রামের সিনিয়র সহকারী ১ম জজ আদালতে এই ঘটনা ঘটে।
তাকে জিজ্ঞেস করা হলে সে এশিয়ান টেলিভিশনের ক্রাইম অনুসন্ধানের সহকারী প্রযোজক হিসেবে নিজেকে পরিচয় দেন।
আদালত সূত্র জানিয়েছে, এজলাশের ভিতর মোবাইল দিয়ে ভিডিও করার অপরাধে মোবাইল জব্দ করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রাখা হয় তাকে। আদালতের কার্যক্রম শেষ হলে তার বিষয়ে আদালত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী জজ মোছাম্মদ ইছরাত জাহান নাসরিন।
চট্টগ্রামের কর্তব্যরত অনুসন্ধানী সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় ঢাকা থেকে এই টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ রয়েছে। আদালতের এজলাসে অপরাধ-অনুসন্ধান করতে যাওয়ার বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত স্ট্যাটাস দিচ্ছেন চট্টগ্রামের কর্তব্যরত সাংবাদিকরা।
সাংবাদিকরা জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা তৌহিদ চট্টগ্রামে বসবাস করেন। কার্ড কিনে নিয়েছেন ‘অপরাধ অনুসন্ধান’ নামের একটি অনুষ্ঠানের। সেখানে তার কাজ কি সেই বিষয়ে কোন ধারনা দিতে পারেন নি আদালত বিটের সাংবাদিকরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |