শওকত আলী, চট্টগ্রাম থেকে | ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:৫৭ পূর্বাহ্ণ
প্রতিকী ছবি
চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার উদ্যোগে গতকাল ১১ ফেব্রুয়ারি পঞ্চাশটি এতিমখানা ও হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। পৌর সচিব মো. রেজাউল করিমের সঞ্চালনায় কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের। এসময় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হক নুরুল্লাহ, নেচার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস, সাতকানিয়া নারী নেত্রী নাছরিন সোলতানা রুনা, প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, আবদুল গণি, নাজিম উদ্দিন সুজন প্রমুখ।