| ২৬ অক্টোবর ২০১৮ | ১২:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুরে অস্ত্র তৈরির একটি ‘কারখানা’র সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্দ্বীপ থানা সূত্রে জানা যায়, অভিযানে অস্ত্র তৈরির ‘কারিগর’ সাইফুল ইসলাম ওরফে কাদা সাইফুল (২৮) ও ‘কারখানার’ মালিকের স্ত্রী প্রিয়া বেগমকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শাহজাহান বলেন: কারখানাটি তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির ওরফে কালা মনিরের। তার বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করারও অভিযোগ রয়েছে।
‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কারখানায় কাজ করা অবস্থায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়। মনির পালিয়ে গেলেও তার স্ত্রী প্রিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।’
ওসি শাহজাহান বলেন: অভিযানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি অন্তত ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া মনিরের বিরুদ্ধে সন্রাস,চাঁদাবাজি হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত ১২টি মামলা আছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |