• শিরোনাম


    চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি মিলেছে জাতীয় ঐক্যফ্রন্টের ।

    | ২৬ অক্টোবর ২০১৮ | ২:১১ অপরাহ্ণ

    চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি মিলেছে জাতীয় ঐক্যফ্রন্টের ।

    চট্টগ্রাম: লালদীঘির মাঠে নয়, চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির নগর কার্যালয়ের সামনে আগামীকাল জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ কারার অনুমতি দিয়েছে পুলিশ।

    অাজ শুক্রবার সকালে সমাবেশের অনুমতির বিষয়টি নগর পুলিশের পক্ষ থেকে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে মৌখিকভাবে জানানো হয়েছে।
    এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, শর্তসাপেক্ষে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবন প্রাঙ্গনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে যে কোন সময় অনুমতি বাতিল করা হবে।



    নগর বিএনপির সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘আমরা লালদিঘীর মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত ২১ অক্টোবর আবেদন করেছিলাম।

    আজ (শুক্রবার) সকালে আমাদের বলা হয়েছে, নাসিমন ভবনে আমাদের পার্টি অফিসের সামনে নূর আহমদ সড়কে সমাবেশ করতে পারব।’

    এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পর বেলা ১১টা থেকে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের নেতারা জরুরি প্রস্তুতি বৈঠকে বসেছেন। নাসিমন ভবনে এই বৈঠক হচ্ছে।

    বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রস্তুতি বৈঠক করবে। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত থাকবেন।

    আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম