• শিরোনাম


    ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পটুয়াখালীতে বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত।

    | ০৩ মে ২০১৯ | ৪:৪১ অপরাহ্ণ

    ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পটুয়াখালীতে বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত।

    আসন্ন ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    আজ শুক্রবার দুপুরে বেড়িবাঁধটি ভেঙে উপজেলার দেউলী সুবিধখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ, চরখালী ও গোলখালী গ্রাম তলিয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-জাকি বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার দুপুরের দিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পায়।

    এতে জেলার মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে প্রবলবেগে পানি ঢুকে পরে এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায় মেন্দিয়াবাদ, চরখালী ও গোলখালী গ্রামের বিস্তীর্ণ জনপদ। এতে দিশেহারা হয়ে পড়েন ওই তিন গ্রামের কৃষকরা। তারা বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।

    সূত্র:আওয়ার ইসলাম

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম