• শিরোনাম


    গ্রেফতারকৃত পবিত্র কাবা শরীফের ইমাম ও খতীবকে মুক্তি দিন -আল্লামা বাবুনগরী

    | ২৫ আগস্ট ২০১৮ | ৬:৩৮ অপরাহ্ণ

    গ্রেফতারকৃত পবিত্র কাবা শরীফের ইমাম ও খতীবকে মুক্তি দিন -আল্লামা বাবুনগরী

    হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল
    উলুম হাটহাজারীর সহকারী মুহতামিম, আল্লামা জুনাইদ
    বাবুনগরী গ্রেফতারকৃত
    পবিত্র কাবা শরীফের ইমাম ও খতিব শায়খ সালেহ
    আত তালিবকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দেয়ার জন্য
    সৌদি সরকারের প্রতি জোর দাবী জানিয়ে
    বলেছেন, যে অজুহাতে তাকে গ্রেফতারের
    খবর মিডিয়ায় প্রচারিত হয়েছে তা যদি সত্য হয় এটা
    মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত দু:খের এবং বেদনার।
    আজ ২৪ আগস্ট সংবাদ মাধ্যমে পেরিত এক বিবৃতিতে
    আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,এভাবে
    ইসলামের পক্ষে হক্ব কথা বলার কারনে যদি
    গ্রেপ্তার করা হয়,তাহলে বাতেল অপশক্তি প্রশ্রয়
    পেয়ে যাবে, এবং সারা পৃথিবীতে জাহান্নামী
    মুনাফিকদের আড্ডা খানা হয়ে যাবে ।আর এর
    মাধ্যমে শান্তি শৃংখলার পরিবর্তে অশান্তি ও বিশৃংখলা
    বেড়েই চলবে ।
    তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, কাবার ইমাম তার
    প্রদত্ব খোতবায় প্রচন্ডভাবে অশ্লীলতা,
    বেহায়াপনা ও ইসলামী শরীয়তে নিষিদ্ধ বস্তু
    থেকে বিরত থাকা এবং সামাজিকভাবে বয়কট করার
    আহবান জানিয়েছেন।
    তিনি সৌদী জনগণকে বলেছেন, হে মুসলমানগণ!
    আপনারা মুনাফেক ও বেইমানদের অনুষ্ঠানকে
    বর্জন করুন, যারা আল্লাহর নাফরমান এবং সমাজে
    অশ্লীলতা ও বেহায়াপনা চালু করছে তাদেরকে
    বয়কট করুন। যে কোন ধরণের গোনাহের
    অনুষ্ঠানকে বর্জন করুন ৷
    যারা নারীদেরকে রাস্তায় বের করে, ড্রাইভিং
    লাইসেন্সের অনুমতি দিয়েছে, নারীদেরকে
    উলঙ্গপনার দিকে আহবান করে, যারা নারী-পুরুষের
    অবাদ মেলামেশার দিকে উৎসাহিত করে, যারা
    নেশাযুক্ত পানীয় পান করা বৈধতা দান করে,
    তাদেরকে বয়কট করুন।
    পরিপূর্ণভাবে গান-বাজনা, কমেডি, কৌতুক ও সিনেমার
    অনুষ্ঠানকে বয়কট করুন ৷
    ইমাম আরো বলেছেন, নাচ গান এবং কমেডি নাটক
    সিনেমার অনুমোদন ইসলামী নীতিতে সম্পূর্ণ
    হারাম।
    এসব পবিত্র ভূমির নাগরিদের জন্য লজ্জাজনক এবং
    মক্কা মদীনাকে লাঞ্চিত করার শামিল।
    সুতরাং কুরআনের ধারকবাহকগণের কর্তব্য হলো
    আদর্শের জায়গা থেকে যুদ্ধের মাধ্যমে পশ্চিমা
    চেতনা, কালচার আমদানিকারকদের পরাজিত করা।
    আল্লামা বাবুনগরী বলেন, ইমামে হারাম শায়খ সালেহ
    আত তালেব সময়োপযোগী চেতনাসমৃদ্ধ মুসলিম
    উম্মাহর প্রতি দিকনির্দেশক খোতবা প্রদান
    করেছেন। পশ্চিমাদের খুশি করার জন্য কাবার এই
    সাহসী ইমামকে গ্রেফতার করেছে সৌদী
    সরকার। তিনি সৌদি সরকারকে উদ্দেশ্য করে বলেন,
    সকল ক্ষমতাবানদের ক্ষমতার মালিক একমাত্র মহান
    আল্লাহ। পশ্চিমাদের নয় আল্লাহকে খুশি করুন।
    ইহুদী, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব নয় ইসলামের
    সৈনিক ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক কায়েম
    করুন। গ্রেফতারকৃত ইমামে হারাম শায়খ সালেহ আত
    তালেবকে দ্রুত মুক্তি দিন।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম