• শিরোনাম


    গো-মাতা’র গুতো খেয়ে আইসিইউতে বিজেপি নেতা!

    বিশেষ প্রতিবেদন: | ০৪ সেপ্টেম্বর ২০১৮ | ২:২৪ পূর্বাহ্ণ

    গো-মাতা’র গুতো খেয়ে আইসিইউতে বিজেপি নেতা!

    গরুর আক্রমণে মারাত্মক আহত হয়ে ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য লীলাধর ভোগলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন।

    ধর্মীয় মত অনুসারে গরু বিজেপি নেতাদের কাছে ‘গো-মাতা’ হিসেবে সম্মানীয়।



    ৮৩ বছর বয়সী লোকসভার ওই সদস্য গুজরাটের পাটান থেকে নির্বাচিত। গান্ধীনগরের ২১ নম্বর সেক্টরের নিজ বাড়ির সামনে হাঁটার সময় দলছুট একটি গরুর আক্রমণের শিকার হন।

    আহতবস্থায় লীলাধরকে স্থানীয় অ্যাপোলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়।

    পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই এমপি পাজর আর মাথায় আঘাত পেয়েছেন। তাকে দীর্ঘসময় হাসপাতালে থাকতে হবে।

    লোকসভায় নির্বাচিত হওয়ার আগে লীলাধর গুজরাটের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

    পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গরুর আক্রমণে ভোগলার পাজরের দু’টি হাড় ভেঙে গেছে। এছাড়া মাথার কয়েক জায়গায় রক্তও জমে গেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম