এম এ.রহিম, গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি (সিলেট) | ০৭ এপ্রিল ২০২০ | ৪:৫২ অপরাহ্ণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সবচেয়ে জরুরি।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৬ মার্চ থেকে সময় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
পাশাপাশি করোনার সংক্রমণ থেকে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, নিত্যপ্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে বের না হন। প্রথম দিকে সাধারণ মানুষ সতর্কতার সঙ্গে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চললেও দিন যত গেছে ততই তা ঢিলে ঢালা হয়ে গেছে।
সর্বশেষ পরিস্থিতি এমন হয়েছে যে, নিতান্ত প্রয়োজনে তো বটেই, যাচ্ছে তাই কারণেও মানুষ বেরিয়ে আসছেন ঘর থেকে।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বলছেন, পেটের প্রয়োজনে বের না হয়ে উপায় নেই। তাদের বক্তব্য ঘরে খাবার নেই বলেই পথে নামতে হয়েছে।
সেই অসহায় মানুষের ঘরে খাবার পৌছে দিচ্ছে গোয়াইনঘাট থানা পুলিশ। এমনকি তারা সর্বদা প্রস্তুত আছে।
এক ঘেয়েমিতে ভুগছেন বলে কেউ কেউ গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে গেছেন সদলবলে বা সপরিবারে। সরকারের গৃহীত সব ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বশীল প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঝুঁকি এড়াতে জনসমাজে সচেতনতা-সতর্কতার বিকল্প নেই।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন যারা খাবারের সংকটে পড়েছেন তারা স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানগণের সাথে যোগাযোগ করেন।
সোমবার বিকালে ৫টায় তার ফেসবুক পেজে জনগণকে আহবান জানিয়েছেন পুলিশ সুপার ।
গোয়াইনঘাট বাসীর প্রতি অফিসার ইনচার্জ আব্দুল আহাদের একটাই অনুরোধ, ‘আপনারা ঘরে থাকুন’ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ও নিভৃতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন। স্বাস্থ্যবিধি সহ আইন মেনে চলুন। সরকারের উপর আস্থা রাখুন এবং সরকারী সিদ্ধান্ত মেনে চলার আহবান জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |