গাইবান্ধা প্রতিনিধি : | ১৭ নভেম্বর ২০১৮ | ৬:২৬ পূর্বাহ্ণ
গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪৩৯৪০ যাত্রীবাহী বাস শুক্রবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ীর খাদ্য গুদাম ও টেলিফোন অফিস (টিএনটি অফিস) এলাকায় ব্যাটারি চালিত একটি অটোভ্যান কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় আহত হন ইজিবাইকের চালক। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দূর্ঘটনায় নিহত বৃদ্ধা জোবেদা বেওয়া (৭০) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত ফয়জাল হকের স্ত্রী ও আহত অটোভ্যান চালক জনি মিয়া (২০) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
দূর্ঘটনায় কবলিত বাস ও ইজিবাইক টি উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।